গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে শহীদ মিনার উদ্বোধন

গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে শহীদ মিনার উদ্বোধন

Gönderildi  276 Görünümler güncellenmiş 1 yıl önce

গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে শহীদ মিনার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : শোকাবহ আগস্ট উপলক্ষে জেলা পরিষদ, দেওপাড়া ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের ব্যক্তিগত অর্থায়নে গোদাগাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নে শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। 
৩১ জুলাই (বুধবার) বিকালে ৯ লক্ষ টাকা ব্যয়ে উক্ত শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। 
শোকাবহ আগস্ট উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবার ১৫ আগস্টে শহীদদের স্মরণ এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষে এ শহীদ মিনারটি নির্মাণ করা হয়। শোকাবহ আগস্টের পূর্বেই শহীদ মিনারটি উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। 
উদ্বোধনী অনুষ্ঠানে দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,
গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, দেওপাড়া ইউনিয়ন আ'লীগের  সভাপতি আব্দুর রাজ্জাক বাবলু, গোদাগাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধা কমান্ডার, আদিবাসী নেতাসহ গণমান্য ব্যক্তিবর্গ।


Tepkiniz?

0
LOL
1
LOVED
0
PURE
0
AW
1
FUNNY
0
BAD!
0
EEW
0
OMG!
0
ANGRY
0 Yorumlar

  • গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে শহীদ মিনার উদ্বোধন
  • smpalash